Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০২৪

সহকারী প্রধান শিক্ষকের বাণী

আসসালামু আলাইকুম। আমি সর্ব প্রথম স্মরণ করছি তাঁদেরকে যাঁরা অর্থ, সম্পদ, শ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ‌্যালয়কে গড়িয়েছেন। ০১ লা জানুয়ারি ১৯৪৪ খ্রিস্টাব্দে এই বিদ‌্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছে। সুদীর্ঘ সময় অতিক্রম করে আজ বিদ‌্যালয়টি একটি অভিজ্ঞ ম‌্যানেজিং কমিটি এবং দক্ষ  শিক্ষক-কর্মচারী দ্বারা সঠিক নির্দেশনায় পরিচালিত হয়ে আসছে। যার ফলশ্রুতিতে ২০০৯ সালে রাজশাহী শিক্ষাবোর্ডে ৮ম স্থান লাভসহ প্রতি বছর এসএসসি ও জেএসসি পরীক্ষায় প্রায় শতভাগ সাফল‌্য অর্জন করেছে। ২০১৫ সালে এসএসসি-তে শতভাগ পাশ করেছে এবং ফলাফলের ভিত্তিতে উপজেলার শ্রেষ্ঠ বিদ‌্যাপীঠ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দুইবার ১ লক্ষ টাকা উদ্দীপনা পুরস্কার পেয়েছে। সেই সাথে বিদ্যালয়টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। বর্তমান বিদ‌্যালয়টি মডেলে রুপান্তরিত হয়েছে এবং বিদ্যালয়টি ২১মে ২০১৮ খ্রি. তারিখে জাতীয়করণ হয়েছে। তিনটি স্তরে প্রায় ১০০০ (এক হাজার) জন ছাত্র-ছাত্রী নিয়ে ডিজিটাল পদ্ধতিসহ পাঠদান চলছে। স্তরগুলো হচ্ছে-

১। সাধারণ শিক্ষা

২। কারিগরি শিক্ষা

৩। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ‌্যালয়ের এসএসসি প্রোগ্রাম।

          উক্ত তিন স্তরের মধ‌্যে দুটি স্তরের পরীক্ষা কেন্দ্র চালু আছে। অদূর ভবিষ‌্যতে বিদ‌্যালয়টি আরও উচ্চ শিখরে স্থান করে নিতে পারবে-এটাই আমার বিশ্বাস।

মোঃ ফেরদৌ আলী সেখ

সহকারী প্রধান শিক্ষক

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাহালু, বগুড়া।